শেষ মেষ,
হয়তো ছত্রিশ এর কত(?) গ্যালন রক্তের পরেও কিছু হবে না
ঠিক যেমন আগেও হয় নি
চেটনা কি শুধু নৌকা দিয়ে পশ্চিম দিক পারি দেয়া ইউনিফর্ম পরিহিত ধান বেপসায়ীর লাল সালাম
চেটনা তো বেতন আর ভাত
সাথে শুদ্ধ ইংরেজি (বেশির ভাগ ই পারেনা) আর ঢ়বীণদো গাওয়া চোর হবার অকৃত্তিম বাসনা
ধরে রেখে ঐতিহ্য, কথা বেশি কাজ কম
আর কারো গেন-জি তে লিখা সমন-নায়ক
গুলশান থেকে যমুনা
অথবা পান্থপথ থেকে শেওড়াপাড়া
আর যাঁদের রঁক্তের গ্রুপ: সুশীল পসিটিভ –
আয়নার সামনে দাঁড়ালে
মানুষ মানুষ প্রতিবিম্ব
কিন্তু ফাঁস হওয়া এক্স-রে তে-
ঘিলুময় নানান রং এর গোবর
আর মেরুদণ্ডের জাগায় চেটনা
তাঁহারা আঁসে, তাঁহারাই যাঁয়
সমতল থেকে পাহাড়ে
চামচাময় পরম্পরায়
আর আমাদের নিস্সাস এর কাল,
এমন ই থেকে যায় আর কবে, চেটনার আত্মার কবর খুড়বো আমরা?













